রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি :
বানারীপাড়ায় এক গৃহবধুকে অপহরণ করে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে অপহরণকারী মো. বাবুল(৩৫)’র বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহরণের শিকার ওই গৃহবধুর স্বামীর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। ভুক্তভোগী ওই গৃহবধু (২৬) জানান, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের মো. খালেক শরীফের পুত্র মো. বাবুল তার মোবাইল নম্বরে কল দিয়ে প্রতিদিন বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এমনকি এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। সে তার প্রস্তাবে রাজি না হয়ে তার স্বামী ও আত্মীয়-স্বজনকে ঘটনাটি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মো. বাবুল মোবাইলে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এরপর ওই গৃহবধু তার বাবার বাড়ি চট্টগ্রামে বেড়াতে যায়। গত ১৯ মার্চ গৃহবধু তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার জন্য লঞ্চযোগে বানারীপাড়া পৌর শহরের ১নং ওয়ার্ডের লঞ্চঘাটে ভোর ৬ টার সময় পৌঁছান। সে সময় মো. বাবুল তাকে ফুসলিয়ে ও ভুল বুঝিয়ে অটোযোগে বেতাল গ্রামের মৃত মালেক হাওলাদারের পুত্র আ. লতিফ হাওলাদার(মাস্টার)’র পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক আটকে রাখে। সেখান থেকে স্বামীর বাড়ি যেতে চাইলে তাকে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মেরে জখম করে এবং গলায় থাকা আট আনা ওজনের প্রায় ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের একটি গলার চেইন ও সাড়ে ১২ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে যায়। প্রতিবাদ করলে তাকে বিভিন্ন প্রকার খুন জখমের হুমকি প্রদান করে। এভাবে মো. বাবুল ১৯ মার্চ সকাল ৬টা থেকে ২২ মার্চ রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৪ দিন সেই পরিত্যক্ত ঘরে গৃহবধুকে আটকে রাখে। তখন সে কৌশলে মোবাইল ফোনে তার স্বামীকে খবর দিলে সে থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে। ওই গৃহবধু ধর্ষণের শিকার হয়েছে কি না তার ডাক্তারী পরীক্ষার জন্য বানারীপাড়া থানা থেকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল জানান, ওই গৃহবধুকে উদ্ধার করে ওসিসিতে পাঠানো সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাবুল সহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।