শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী থানায় নতুন পরিদর্শক হিসাবে যোগদান করছেন মোঃ শাহআলম। তিনি গতকাল রাতে প্রত্যাহারকৃত পরিদর্শক মোঃ আবুল বাশারের স্থলাভিষিক্ত হয়েছেন। নবাগত পরিদর্শক মোঃ শাহআলম পটুযাখালী জেলার কলাপাড়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে আমতলী থানার পরিদর্শক (তদন্ত) রুমে একটি হত্যা মামলার সন্দেভাজন আসামী শানু হাওলাদারের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার দুপুরের পরে পরিদর্শক মোঃ আবুল বাশারকে প্রত্যাহার করে বরগুনার পুলিশ সুপার মোঃ মারুছ হোসেন (পিপিএম)। একই কারনে গত বৃহস্পতিবার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী ও এসএসআই আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।