সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারি, সেবিকা ও সুইপারদের মাস্ক দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বেসরকারি সংস্থা পাথওয়ে এসব বিতরণ করে। পাথওয়ের প্রতিনিধি স্থানীয় সাংবাদিক উত্তম কুমার হাওলাদার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিন্ময় হাওলাদারের হাতে মাস্কগুলো তুলে দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জে এইচ খান লেলীন, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিউটি, রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পাথওয়ের পক্ষ থেকে সংবাদকর্মীদেরকেও মাস্ক দেওয়া হয়েছে।