বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥
পিরোজপুরের ৭ টি উপজেলার মানুষের মধ্যে ৫৫ হাজার স্বাস্থ্য সুরক্ষা উপকরণ এবং তিন হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করবে পিরোজপুর জেলা পরিষদ। আজ শনিবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক জরুরি সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ এ তথ্য জানান। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান এবং জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান জানান জেলার ৭টি উপজেলার শ্রমজীবী ও নিম্ন আয়ের ৩,০০০ পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও লবন দেওয়া হবে। এছাড়া মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য ৫৫ হাজার মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ডওয়াস, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান দেওয়া হবে। আর মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য ২০ হাজার লিফলেট বিতরণ করা হবে।