শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশনায় মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগের কর্মকর্তাদের দৃশ্যমান উপস্থিতি ও উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে চলছে সচেতনতামূলক কর্মসূচী।তারই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের নেতৃত্ব ও তদারকিতে মুদি দোকানের সামনে কেনাকাটার সময় ভিড় এড়িয়ে কমপক্ষে তিন ফুট দূরত্ব বাজায় রাখতে দোকানের সামনে সার্কেল করে ক্রেতাদেরকে তার ভিতরে দাড়ানোর জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় খাইরুল আলম বলেন, ‘করোনা’ নামক এই ভয়াবহ অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচতে নিজেকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার সাথে সাথে নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট জোন মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ ফাইজুর বাদল, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম, টাউন ইন্সপেক্টর ট্রাফিক বিদ্যুৎ চন্দ্র দে, ইন্সপেক্টর তদন্ত শাহ্ মোহাম্মদ ফয়সালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।