মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর পরে বিদ্যুৎ এর টাওয়ারে কাজ করার সময় রশি ছিড়ে নিচে পরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার(২৮ মার্চ) সকল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। নিহত শ্রমিক মজিবুর রহমান (৩৫) কুষ্টিয়া জেলায় তার বাড়ি বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্টোপলিটন এলাকার কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম। তিনি আরো জানান, আমরা লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।