রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন

ভান্ডারিয়ায় শিক্ষিকার মৃত্যু

ভান্ডারিয়ায় শিক্ষিকার মৃত্যু

ভান্ডারিয়া প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় আগুনে দগ্ধ হয়ে মাহফুজা আক্তার (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোর রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিণ- পুর্ব ভান্ডারিয়ায় এ ঘটনা ঘটে। মাহফুজা আক্তার উপজেলা সদরের খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কিন্টার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। তিনি  পৌরসভার দক্ষিণ-পুর্ব ভান্ডারিয়ায় মৃত আব্দুল ওহাব হাওলাদারের মেয়ে। স্থানীয় সূত্র জানান, তিনি স্বামী পরিত্যক্তা হওয়ায় বাবার বাড়িতে থেকে ওই স্কুলে শিক্ষাকতা করতেন।  ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সিহাব হাসান জানান, শনিবার ভোর রাতে ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ-পুর্ব ভান্ডারিয়ায় মাহফুজা আক্তারের সেমি পাকা দ্বিতল বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পরিবারের সবাই ঘর থেকে বের হতে সক্ষম হলেও ওই বাড়ির দোতালায় ঘুমিয়ে থাকা মাহফুজা বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিস দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময়ের মধ্যে ঘুমিয়ে থাকা মাহফুজা আগুনে পুড়ে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পাশে থাকা তার বোন মাহামুদার ঘরও আংশিক পুড়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD