রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ন

মেহেন্দিগঞ্জে হোম-কোয়ারেন্টাইনে থাকা হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ

মেহেন্দিগঞ্জে হোম-কোয়ারেন্টাইনে থাকা হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বর্তমানে যারা ১৪ দিন (হোম-কোয়ারেন্টাইনে) ঘরের ভিতর থেকে বাহিরে বের হবে না, দৈনন্দিন রোজগার বন্ধ থাকা হতদরিদ্র, দিনমজুর, ড্রাইভার সহ মেহনতি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার চাল, চাল, ডাল, আলু সহ হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়। শনিবার উপজেলার কাজীরহাট থানাধীন লতা ও আন্ধারমানিক ইউনিয়নের ৪০টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশাড়ি ডাল ও ১টি করে সাবান বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জানা গেছে, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা’র ঘোষনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার চাল, ডাল, আলু সহ হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হবে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, কাজীরহাট থানা অফিসার ইনচার্জ আনিছুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD