শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
দশমিনা প্রতিনিধি –
আজ ২৯ মার্চ বেলা একটার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের গছানী বাজার সংলগ্ন খালের উত্তর পাশে গনি হাওলাদারের ছেলে মফিজের রান্না ঘর থেকে প্রথমে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানান প্রত্যাক্ষদর্শী এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, আগুনের উৎত্তিস্থলের পাশেই ছিল অনেকগুলো কলাই এবং ধানের খরকুটা। তা মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে পুরো এলাকায়। এসময় বাজারের লোকজন কম থাকায় এবং খাল থেকে পানি উঠানোর পর্যপ্ত যায়গা না থাকায়, স্থানীয়রা প্রান পন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। অতপর মোবাইল ফোনে সংবাদ পেয়ে , দশমিনা ফায়ার সার্বিস ইনচার্জ (সাপ অফিসার) মোঃ আবুল হোসেনের নেতৃত্বে, দশমিনা থেকে ফায়ার সার্বিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্তনে আনে। তৎক্ষনে গনি হাওলাদার,মফিজ হাওলাদার,মোকছেদ হাওলাদারের তিনটি ঘরই আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং সামছুদ্দিন মাস্টারের বসত ঘরের আংশিক ক্ষতিগ্রস্থ হয়ে। এসময় গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে দেখা যায় দশমিান থানা অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিনসহ থানা পুলিশের। অতপর ফায়ার সার্বিসের দুইটি ইউনিট দ্রুতো ঘটনাস্থলে পৌছে সামছুদ্দিন মাষ্টারসহ বেশ কয়েকটি দোকান ঘর রক্ষা করতে সক্ষম হয়। এ অগ্নি দূর্ঘটনায় চারটি পরিবারের প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা দশমিনা ফায়ার সার্বিস ইনচাজ (সাপ অফিসার) মোঃ আবুল হোসেনে। তিনি আরো বলেন,রাস্ত প্রস্বস্থ না হওয়ায়,তাদের গাড়ী ঘটনাস্থলে আসতে যথেষ্টে বেগ পেতে হয়। তাই ঘন বসতি এলাকায় রাস্তা প্রস্বস্থ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।