রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
বরিশালে পন্য ও সেবাপ্রদানকারী ই- কমার্স প্রতিষ্ঠান সেবানিন ডটকম আপনাদের পাশে । বরিশাল সদরে প্রয়োজনীয় সকল ঔষধ হোম ডেলিভারী দিচ্ছে । কোন ডেলিভারী চার্জ ছাড়াই সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারীতে সরকার নির্ধারিত মুল্যে সেবানিন ডটকম এ পাওয়া যাবে সকল প্রয়োজনীয় ঔষধ। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের জন্য সাধারন মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। অন্যদিকে করোনা আতংকে অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। এমন বস্থায় সেবানিন ডটকম এর এই সার্ভিস এর মাধ্যমে সাধারন মানুষের উপকার হবে বলে মনে করেন সেবানিন ডটকম এর কো-ফাউন্ডার সৈয়দ মনিরুজ্জামান ফয়সাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা সিটিতে আমাদের প্রায় ৩০০ সার্ভিস চালু রয়েছে। আগামী জুন থেকে বরিশাল সিটিতে আমাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনা ছিলো । কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমরা খুব দ্রুত কার্যক্রম চালু করেছি। আশাকরি এতে নগরবাসী উপকৃত হবে । তিনি আরো বলেন , বরিশাল সদরের যে কোন ফার্মেসী শপ চাইলে সেবানিন ডটকম এর সাথে কাজ করতে পারে।
সেবানিন ডটকম থেকে ঔষধ কেনা যাবে কোম্পানীর অফিসিয়াল ফেইজবুক পেইজেইন বক্স করে অথবা ০১৮৮০১৬০৭৬০ এই নাম্বারে কল করে ।