মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন

ভোলার ইসমাঈল বেকারিতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাবার

ভোলার ইসমাঈল বেকারিতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাবার

ভোলা প্রতিনিধি॥

বিশ্বে মহামারি ভাইরাস করোনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সরকার। তবে ভোলায় সেই নিষেধাজ্ঞা অমান্য করে নোংরা পরিবেশে মুখরোচক খাবার তৈরি করছে ইসমাঈল নামে একটি বেকারিতে।সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী নামক জায়গায় অবস্থিত এই ইসমাঈল বেকারি। সরেজমিন বেকারি ঘুরে দেখা যায়, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুখে মাস্ক ও হাতে হ্যান্ডগোলফস না পড়ে অল্প বয়স্ক ছেলেদের দিয়ে নোংরা পরিবেশে তৈরি করছে মুখরোচক বিভিন্ন খাবার। খোলামেলা পরিবেশে এসব খাবার রাখায় খাবারের উপর ভোঁ ভোঁ করে উড়ছে মাছি। নিষেধাজ্ঞা অমান্য করে খাবার তৈরির বিষয়ে বেকারির মালিক গিয়াসউদ্দিন জানান, ডিসি অফিস বা ইউএনও অফিস থেকে বেকারি বন্ধ রাখার কোন চিঠি বা নির্দেশ দেওয়া হয়নি আমাদেরকে। তাই আমরা বেকারির কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নির্দেশনা পেলে বন্ধ করে দিব। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ডিসি স্যারের সাথে কথা বলে মোবাইল কোর্ট পাঠানোর প্রস্তুুতি নিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD