ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে থামছে না ইট ভাটার শ্রমিকদের বিরামহীন কাজ। সারা দেশ থমকে গেলেও থামছে না মেসার্স এ আর এস সাপ্লায়ার্স কৃষ্ণকাঠী ইট ভাটার শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রম। শত শত শ্রমিক ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে ইটভাটায়। এছাড়াও ইট ভাটায় ব্যবহার করছে খোলা টয়লেট। পরিবেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বন উজাড় করে পোড়াচ্ছে কাঠ। মেসার্স এ আর এস সাপ্লায়ার্স ইট ভাটায় দায়িত্ব পালনরত ম্যানেজার পীযূষ দেবনাথ জানান প্রশাসন আমাদের শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেনি।কয়লার সাথে সামান্য কিছু কাঠ পোড়ানো হচ্ছে। কিছু কাঠ লেবারদের রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে। প্রশাসন নিষেধ করলে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়া হবে।