বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:১৩ পূর্বাহ্ন

বরিশাল স্কুল ছাত্রীর আত্মহত্যা

বরিশাল স্কুল ছাত্রীর আত্মহত্যা

রিপোর্ট আজকের বরিশাল:

বরিশাল নগরীতে প্রেম সংক্রান্ত কারণে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় ফাহিমা আক্তার (১৫) নামের ওই কিশোরী নিজ ঘরে আত্মহত্যা করে। আত্মহননকারী ফাহিমা বেলতলা খেয়াঘাট এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম হাওলাদারের মেয়ে এবং বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বলে জানাগেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। তথ্য নিশ্চিত করে শেবাচিম হাসপাতালে দায়িত্বরত সরকারের একটি গোয়েন্দা সংস্থার নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, ‘পরিবারের সদস্যরা জানিয়েছে প্রেম সংক্রান্ত কারণে বেলা ১১টার দিকে ওই স্কুল ছাত্রী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে বেলা ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD