রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা বাজার থেকে রাস্তার মাথা হয়ে রৌদ্রের হাট বাজার পর্যন্ত নির্মাণাধীন রাস্তাটির কাজ শুরু করা হয়েছে। সেই কাজের শুরুতেই নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইলিশা বাজার থেকে রৌদ্রের হাট বাজার পর্যন্ত রাস্তাটি ঘুরে বিভিন্ন স্থানে নিম্নমানের ইট দিয়ে কাজ করার সত্যতাও মিলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আমরা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করতে নিষেধ করেছি। কিন্তু শ্রমিকরা কাজ বন্ধ করেনি। তাই বাধ্য হয়ে সংবাদকর্মীদের জানিয়েছি। আমাদের দাবী একটাই যাতে রাস্তাটির কাজ সুন্দর হয়। তাছাড়া খারাপ ইটগুলোকে সরিয়ে ভালো ইট দিয়ে রাস্তার কাজ করা হোক। রাস্তা নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চেয়ারম্যান আকতার মিয়া এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। উপজেলা এলজিইডি এবিষয়ে জানেন বলে মুঠোফোনে সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি। ভোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সহ-প্রকৌশলী মো. আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।