রবিবার, ১৫ Jun ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
শের-ই বাংলা হাসপাতালে করোনা শনাক্তের মেশিন এসেছে

শের-ই বাংলা হাসপাতালে করোনা শনাক্তের মেশিন এসেছে

রিপোর্ট আজকের বরিশাল:

করোনাভাইরাস পরীক্ষার পলিমারি চেইন রি-এ্যাকশন (পিসিআর) মেশিন এসেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মেশিনটি স্থাপন করা হবে মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে। স্থাপন শেষে এক সপ্তাহ পর শুরু হবে করোনা শনাক্তকরণ পরীক্ষা। বরিশালেই করোনা সনাক্ত সম্ভব হওয়ায় চিকিৎসকদের চিকিৎসা সেবা দিতে সুবিধা হবে। সোমবার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার পিসিআর মেশিন পাঠিয়েছে। আগামীকাল মঙ্গলবার আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ দল এসে মেশিনটি স্থাপন করবে। মেডিকলের পরিচালক ডা. বাকির হোসেন জানান, আইইডিসিআর বিশেষজ্ঞরা এসে মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে পিসিআর মেশিনটি স্থাপনের কাজ শুরু করবে। মেশিনটি স্থাপন করতে ৭-৮ দিন সময় লাগবে। এরপর করোনা পরীক্ষার কাজ শুরু করা সম্ভব হবে। তিনি বলেন- এই মেশিনটি চালু হয়ে গেলে বরিশালের করোনা সন্দেহভাজন রোগীদের রোগ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং এখন থেকে আর ঢাকায় আইইডিসিআর’র দিকে তাকিয়ে থাকতে হবে না। এতে রোগী এবং চিকিৎসক সবাই উপকৃত হবে। এদিকে সোমবার বিকেল পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা সন্দেহে ৫ জন চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, সোমবার বিকেল পর্যন্ত বরিশাল বিভাগের প্রবাস ফেরত ২ হাজার ৮শ’ ২৪ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইন শেষে বিদেশ ফেরত ১ হাজার ৫শ’ ১৪জনকে মুক্ত করা হয়েছে। বরিশাল বিভাগের মোট ৬জনকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD