বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন

আমতলী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ

আমতলী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ

আমতলী  প্রতিনিধি।
বরগুনার আমতলী থানায় পুলিশি হেফাজতে শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আমতলী থানার প্রত্যাহার হওয়া ওসি মোঃ আবুল বাশারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বরগুনার পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফ হোসেন (পিপিএম) কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান গতকাল সোমবার এ অভিযোগ দাখিল করেছেন। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩-এর ৬ ও ৭ ধারা মোতাবেক এ অভিযোগ দেওয়া হয়েছে। গত ২৬ মার্চ বরগুনার আমতলী থানা হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যু হয়।এ ঘটনায় পুলিশ বলছে, শানু হাওলাদার আত্মহত্যা  করেছেন। আর শানুর পরিবারের দাবি, পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে আত্মহত্যার কথা বলছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD