রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে ঝালকাঠি জেলা পুলিশের মাইকিং

করোনা প্রতিরোধে ঝালকাঠি জেলা পুলিশের মাইকিং

 ঝালকাঠি প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে ঝালকাঠি জেলা পুলিশ সচেতনতামূলক মাইকিং করেছে। মঙ্গলবার  সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহর নেতৃত্বে পুলিশের ১০ টি গাড়ি এ প্রচার অভিযানে অংশ নেয়। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শুরু করে অভিযানে অংশগ্রহণকরা কর্মকর্তা ও ১০ টি গাড়ি শহরের বিশ্বরোডসহ সকল সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাইকযোগে সচেতনতামূলক বিভিন্ন প্রচারনা করা হয়। পরে শহরের বিভিন্ন স্থানে বিনা কারণে জড়ো হওয়া মানুষজনকে বাসায় চলে যেতে অনুরোধ করে পুলিশের এ টিমটি। জেলা পুলিশের এ প্রচারঅভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম মাহমুদ হাসান, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান, ওসি (তদন্ত) মো. আবু তাহের মিয়াসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD