মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে বিএমপি পুলিশের মহড়া

করোনা প্রতিরোধে বিএমপি পুলিশের মহড়া

রিপোর্ট আজকের বরিশাল:

করোনা প্রতিরোধ যুদ্ধে সচেতনতামূলক মহড়া দিয়েছে বরিশাল মেট্টোপলিটন পুলিশ।গত সোমবার(৩০ মার্চ) বিকেলে এই মহড়া অনুষ্ঠিত হয়। বরিশাল মেট্টোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, জনগনকে সচেতন এবং সরকার ঘোষিত লক ডাউন মেনে চলার জন্যই এই মহড়া অনুষ্ঠিত হয়। আরো জানা গেছে, বরিশাল মেট্টোপলিটন পুলিশ নোভেল করোনা ভাইরাস নিয়ে সর্বচ্চো কাজ করে যাচ্ছে। এ মহড়া অব্যাহত থাকবেন বলেও জানা যায়। বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নির্দেশনায় ব্যাপক সচেতনতা মূলক কর্যক্রম পরিচালনা হয়ে আসছে। মহড়াটি বরিশাল নগরীর বিভিন্ন অলিগলিতে জনসাধারণকে বাসার ভেতরে অবস্থান করার অনুরোধ সহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে করণীয় বর্জনীয় পরামর্শ নিয়ে বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ’র সক্রিয় অংশগ্রহণে চলছে এমহড়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD