শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি :
মানুষ মানুষেরই জন্য এমন প্রতিপাদ্যকে সামনে রেখে কোস্ট ট্রাষ্ট প্রধান কার্যালয়ের পরিচালকের নিদের্শে পটুয়াখালীর দশমিনা শাখার পক্ষ থেকে গতকাল ৩০, মার্চ বিশ্বের বহুল আলোচিত মরন ব্যাধী নবেল করোনা ভাইরাসের প্রভাবে, এবং সরকারের লকডাউন আদেশ পালন করতে গিয়ে কর্মহীন হয়ে পরা উপজেলার বেশ কয়েক শত খেটে খাওয়া নিম্ম আয়ের শ্রমজীবী মানুষদের সাহায্যার্থে, কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে ২৫,০০০ পঁচিশ হাজার টাকার একটি চেক, দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন দশমিনা শাথা ব্যাবস্থাপক মোঃ মনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন,শাখা ব্যাবস্থাপক মোঃ নজরুল ইসলাম কালাইয়া শাখা, ঋন উন্নয়ন অফিসার মোঃ আরিফ হোসেন,একাডেমিক সুপারভাইজার মোঃ নেছার উদ্দিন,জাইকা প্রতিনিধি মোঃ নাজিউর রহমান,সভাপতি দশমিনা রিপোর্টার্স ইউনিটি ও স্টার টিভি বাংলার দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদসহ আরো অনেকে। অতপর উপজেলার ৭০ জন রিক্সা চালকদের মাঝে , উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা বিতরন করেন, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ আজিজ মিয়া। ত্রান সহায়তার মধ্যে ছিল, ১০ কেজি চাল,২কেজি আলু এবং ১ কেজি ডাল, এক কেজি তেল এবং একটি করে সাবান।