মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩৩ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়া থেকে জাহাজ এলো পটুয়াখালী

ইন্দোনেশিয়া থেকে জাহাজ এলো পটুয়াখালী

কলাপাড়া প্রতিনিধ:

দেশে ভয়াবহ প্রানঘাতি করোনা ভাইরাস উপেক্ষা করে দেশের লকডাউন ঘোষনার মধ্যে ও মেগা প্রজেক্টের কাজ থেমে নেই । তাই পটুয়াখালীর পায়রা বন্দর কতৃপক্ষের তত্ত্বাবধানে ইন্দোনেশিয়া থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি সিওসি ট্রিনিটি নামক একটি জাহাজ। গত সোমবার বিকেলে ২২ হাজার দুইশত ২৫ টন কয়লা ভর্তি এমভি সিওসি ট্রিনিটি জাহাজটি পায়রা বন্দর জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে ২২ জন ইন্দোনেশিয়ান ক্রু রয়েছে বলে জানা গেছে। গতকাল থেকে জাহাজটি থেকে কয়লা আনলোড শুরুহয় বলে জানান পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান। প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান,ক্রেনের মাধ্যমে জাহাজের কয়লা খালাস করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে কোন ইন্দোনেশিয়ান ক্রুকে জাহাজের নিচে নামতে দেওয়া হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD