বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:১০ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
বরিশাল কীর্তনখোলা নদীর চরবাড়িয়া ইউনিয়ন অংশের ও আশ-পাশ এলাকায় বেশ কয়েকটি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে আ’লীগ নেতার পুত্র আবেদ ও তার ব্যবসায়ী পার্টনার বাচ্চু গ্যাং। করোনা ভাইরাসের কারনে সবাই ঘর মুখী হওয়ার সুযোগে রাত ভর নির্বিঘে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে চলছে। যার দরুন,সদর উপজেলার ৭নং চরবাড়িয়া গ্রাম’র বোর্ড স্কুল’ লাগোয়া এলাকা দেবে যাওয়া ও ফের বাড়ি ঘর ভাঙ্গনে যাওয়ার ভয়ে এলাকাবাসী।
গত মঙ্গলবার (৩১-০৩-২০২০ইং) বিকেল ৫টার দিকে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া ইউনিয়নের বোর্ড স্কুল সংলগ্ন নদীর পাড়ে মানব-বন্ধন করেছে গ্রামবাসী। সেখানে প্রায় ৩০০ মানুষের জনসমাগম হয়। ওই মানব-বন্ধনে অংশ নেয়া জিয়াউর রহমান,আব্দুল হক,মুরাদ নামের ভূক্তভোগি জানান, “বিভিন্ন সময়ে চরবাড়িয়া এলাকার মানুষ একাদিকবার কীর্তনখোলা নদীর ভাঙ্গনে পড়ে বাড়ি ঘর হারিয়েছে। আর ভাঙ্গনের প্রধান কারন হিসেবে ওই ভূক্তভোগিরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার কারনে নদীর দুই ধার ভেঙ্গে যাচ্ছে। অভিযুক্ত আ’লীগ নেতার পুত্র আবেদ সাংবাদিকদের কাছে জানান, আমি এখন আর বালু উঠাই না। এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অ:) জাহিদ ফারুক শমিম ওই ভূক্তভোগি জনগনের উদ্দেশ্যে বলেন,শুধু মানব-বন্ধন নয়,যারা অবৈধ ভাবে বালু উত্তোলন করবে তাদের গন ধোলাই দিয়ে পুলিশে দিন। বলগেট পুড়িয়ে দিন। সে যে দলের নেতাই হোক ভয় না করার আহবান করেন গ্রামবাসীর প্রতি।