সোমবার, ০৫ Jun ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন

তালতলীতে পঁচা মাংস বিক্রি করায় গণধোলাই

তালতলীতে পঁচা মাংস বিক্রি করায় গণধোলাই

আমতলী প্রতিনিধি ॥

বরগুনা তালতলীতে গরুর পঁচা মাংস বিক্রির অপরাধে কসাই জালালকে জনতা গণধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করেন । ইউএনও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিঞা কসাই জালালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। ঘটনা ঘটেছে বুধবার সকালে। স্থানীয় সুত্রে জানাগেছে, তালতলী উপজেলা সদরের কসাইখানায় বসে বুধবার সকালে কসাই জালাল গরু জবেহ করে নতুন মাংসের সাথে পুরাতন পঁচা মাংস মিশিয়ে বিক্রি করছিল। নতুন মাংসের সাথে পঁচা মাংস মিশিয়ে বিক্রির বিষয়টি ক্রেতা আবু সালেহ’র নজরে আসে। ক্রেতা আবু সালেহ এর প্রতিবাদ করলে তার সাথে উল্টো ক্ষেপে যান কসাই। স্থানীয় জনতা পঁচা মাংস দেখে কসাই জালালকে গণধোলাই শুরু করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিঞার কাছে তাকে হস্তান্তর করেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক কসাই জালালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং আর কখনো এমন কাজ করবে না বলে মুচলেকা রেখে ছেড়ে দেন। ক্রেতা আবু সালেহ বলেন, কসাই জালাল নতুন মাংসের সাথে পঁচা মাংস মিশিয়ে আমার কাছে বিক্রি করেছে। টের পেয়ে আমি এর প্রতিবাদ করলে উল্টো আমার উপর ক্ষেপে যান কসাই জালাল। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছে।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম মিঞা বলেন, পঁচা মাংস বিক্রির অপরাধে কসাই জালালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD