রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ পূর্বাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল :
বরিশালের বাকেরগঞ্জ আতাকাঠী তরুণ সংঘের উদ্যোগে অর্ধ শতাধিক কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে লকডাউনে কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে আতাকাঠী তরুণ সংঘের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয় । এসময় প্রতিটি পরিবারের মাঝে চাল, পিয়াজ, ডাল, তৈল, আলু তুলে দেয়া হয়। ইতিপূর্বেও সংগঠনটির পক্ষ থেকে স্বাস্থ্য ক্যাম্প, দরিদ্রদের মাঝে ফ্রি ওষুধ বিতরনসহ বিভিন্ন সামাজিক সহযোগীতা ও সচেতনতা মূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আতাকাঠী তরুণ সংঘের প্রধান উপদেষ্টা মোঃ হারুন অর রশিদ মোল্লা, আতাকাঠী তরুণ সংঘের সভাপতি মোঃমেহেদী হাসান, সাধারন সম্পাদক মোঃ রায়হান হাওলাদার, কোষাধক্ষ নুর মোহাম্মাদ, সদস্য মোঃমামুন খান, মোঃরাজিব খান, মোঃকাওসার প্রমূখ।