রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনার লক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরেআলম বেপারী বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা করেছেন। এছাড়াও ইউপি চেয়ারম্যান দরিদ্র অসহায় কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছেন। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে তিনি গত মঙ্গলবার বিকালে ইউনিয়নের ৪নং ওর্য়াড ষ্ট্রীমারঘাট এলাকায় গরীব,দুঃখী অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন। ত্রান সামগ্রীর মধ্যে নিত্য প্রয়োজনীয় চাল,ডাল,আলু, তৈল ও সাবান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যরা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। ত্রান সামগ্রী বিতরন কালে ইউপি চেয়ারম্যান নূরেআলম বেপারী বলেন প্রালঘাতী করোনা আতংকে বিশ্ব সহ আমাদের বাংলাদেশও এর প্রাদূর্ভাবে সমাজের প্রান্তিক জনগোষ্টিসহ নিম্ন বিত্ত পরিবারে অভাব অনাটন দেখা দিয়েছে। এমন দূর্যোগের সময় অসহায়দের পাশে সমাজের বিত্তবান ও সাবলন্বী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া তিনি সরকারের নিদের্শনা অনুযায়ী কেদারপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে মাইক হাতে নিয়ে করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।