বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৪১ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি॥
আলোকিত মুলাদী একটি সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন যাবত এই সংগঠনের উদ্যগে সামাজিক সেবা মূলক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে । এরই ধারাবাহিকতায় আলোকিত মুলাদীর প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান হাওলাদারের উদ্যগে দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করাহয় । বিতরণ সামগ্রী হলো, পাঁচ কেজি চাল, ডাল, পেয়াজ, আলু, এক লিটার সয়াবিন তেল এবং একটি সাবান। খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করেন, মুলাদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ। সারাদিন ব্যাপী কার্যক্রমে আলোকিত মুলাদীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসেন । ইতিপূর্বে আলোকিত মুলাদীর উদ্যগে, ফ্রি মেডিকেল ক্যাম্প, ডেঙ্গু নিরসনে পরিচ্ছন্নতা অভিযান, মাদকের বিরুদ্ধে সচেতনতা, বীর মুক্তিযোদ্ধা সন্মাননা এবং অসংখ্য অসহায় দরিদ্রের ফ্রি চিকিৎসা করানো হয়েছে । আলোকিত মুলাদীর প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান বলেন, অসহায় মানুষের সাহায়তায় আমরা সবসময় ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ । একইসাথে তিনি সমাজের সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানান, যাতে তারা হতদরিদ্রদের সাহায্যে এগিয়ে আসেন । সকলে এগিয়ে আসলেই ভালো থাকবে আমাদের চারপাশের অসহায় মানুষজন ।