শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
মির্জাগঞ্জে র‍্যাব-৮ এর ত্রান বিতরণ

মির্জাগঞ্জে র‍্যাব-৮ এর ত্রান বিতরণ

মির্জাগঞ্জ প্রতিনিধি॥

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা “সোস্যাল এ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো)” এর উদ্যোগে করোনা ভাইরাস ইস্যুতে কর্মহীন হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (০১ এপ্রিল) বিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও দেউলী সুবিদখালী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আদনান হোসেন খান এর নেতৃত্বে পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোঃ রইছ উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে উপজেলার দেউলী বাজার এবং হতদরিদ্র ও শ্রমজীবী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় ছাত্র ও যুবকদের উদ্যোগে ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে থাকা, অসহায় রোগীদের চিকিৎসা ও রক্তদান, গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণ, গরিব মহিলাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা, যুবকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কর্মকান্ড পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় চলমান করোনা ইস্যুতে গরীব, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে গতকাল (৩১ মার্চ) থেকে ধারাবাহিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে তারা। উক্ত ত্রাণ বিতরণকালে সেখানে আরো উপস্থিত ছিলেন, সংস্থাটির সহকারী পরিচালক ও দেউলী সুবিদখালী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াদুদ সহ অন্যান্য সদস্যরা ও সাংবাদিকগন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD