বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বরগুনায় পিস্তল সহ গ্রেফতার-১

বরগুনায় পিস্তল সহ গ্রেফতার-১

বরগুনায় পিস্তল সহ গ্রেফতার-১
বরগুনায় পিস্তল সহ গ্রেফতার-১

বরগুনা শহরের আরবান এলাকা খাজুরতলা থেকে মাদক কারবারি ও বখাটে সন্ত্রাসী রিপনকে বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে বরগুনা ডিবির একটি চৌকস টিম। গতকাল বৃহস্পতিবার ইফতারের পর থেকেই ডিবির একটি দল মাদক কারবারি রিপনের খাজুরতলায় ভারাটিয়া বাড়ির ও আশেপাশে ঘেরাও করে নজরদারি করতে থাকে। টিমের নেতৃত্বে থাকা জেলা গোয়েন্দা  শাখার অফিসার ইনচার্য মোঃ আবুল বাশার রিপনের বাসায় থাকা নিশ্চিত হয়ে গৃহে প্রবেশ করে। এসময় ডিবি দলের সঙ্গে বাড়ীওয়ালাও সঙ্গে থাকে। ডিবির দল মাদক তল্লাশি করতে থাকার সময় রিপনের ঘুমানোর চকি উল্টালে চকির উল্টা পিঠে লোহা দিয়ে বিশেষ ভাবে লাগানো একটি বিদেশী পিস্তল চার রাউন্ড গুলি সহ উদ্ধার করে। এখবর পেয়ে বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মেহেদী হাসান ও বরগুনা সদর থানার অফিসার ইনচার্য কে এম তরিকুল ইসলাম সহ পুলিশের কর্মকর্তারা এবং সাংবাদিকরা ঘটনা স্হলে ছুটে আসে। পরে ওখান থেকে রিপন কে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বখাটে রিপনের বাড়ি বরগুনা জেলার আমতলী পৌরসভার সবুজবাগে। বখাটে থাকায় রিপন বরগুনার প্রথমে নার্গিস নামের এক পতিতা কে বিয়ে করে। সেখানে দশ বছরের একটি ছেলে রয়েছে। নার্গিস কে রেখে ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামের মাদকসেবী পতিতা শারমিনকে বছর তিন আগে বিয়ে করে। গত বছর ঢলুয়া ইউনিয়নে তাস খেলাকে কেন্দ্র করে ঘটনায় সংঘর্ষের এক পক্ষের মামলার এজাহার ভুক্ত আসামী। এর আগেও ধুরন্ধর রিপন মাদক নিয়ে গ্রেফতার হয়ে জেল খেটেছে।

রিপনের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার উপ পুলিশ পরিদর্শক এনামুল হক অবৈধ অস্ত্র রাখার দায়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD