শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
ভোলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের দাইমুদ্দিন হাওলাদারের ছেলে ঠিকাদার বাবুলের (৪২) বিরুদ্ধে বিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ এনে ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জোছনা (৩০) বেগম নামে এক নারী। লিখিত অভিযোগে ওই নারী দাবি করেছিলেন, বাবুল প্রতারণা করে তাকে বিয়ে করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন।গত ২০ এপ্রিল অভিযোগ দায়েরের পর ২৩ এপ্রিল ঘটনাটি তদন্ত করেছেন সদর থানা পুলিশের সহকারী উ-পপরিদর্শক তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। ওই নারীর করা লিখিত অভিযোগের সত্যতা পেয়েছেন বলে পুলিশের এই কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন।পুলিশের এই কর্মকর্তা জানান, জোছনা বেগম নামে এক ভুক্তভোগী নারীকে প্রতারণা করে একাধিক বিয়ে করেছেন অভিযুক্ত বাবুল। এমনকি বিয়ে করার আগে বাবুলের প্রথম স্ত্রী মৃত বলা হয়েছিল। যা সম্পূর্ণ ছিলো বাবুলের সাজানো নাটক।এদিকে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা উদঘাটন হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী। তিনি জানিয়েছেন, এখন তিনি ন্যায় বিচার পাবেন।এদিকে শুক্রবার বিকেলে পুলিশ অভিযুক্তের বাড়িতে ঘটনাটি তদন্ত করতে গেলে স্থানীয় অনেকেই জানিয়েছেন, বাবুল একজন প্রতারক এবং এমন একাধিক নারীর সাথে তাঁর আঁতাত রয়েছে। ইতিমধ্যে এই প্রতিনিধির কাছে বাবুলের নারীসঙ্গের একাধিক অডিও রেকর্ড সংরক্ষিত আছে।