সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে প্রতিপক্ষের জমি জোর পূর্বক দখল করে ঘর উত্তোলনের মামলা থেকে রক্ষা পেতে নাটকীয় ঘর পোড়ার ঘটনা ঘটিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, চরভূতা ইউনিয়নের খাতা কাটাগো বাড়ির হারিস আহমেদ গংদের সাথে একই বাড়ির মনির গংদের দীর্ঘ দিন যাবত জমিজমা বিরোধ চলে আসছে। ওই বিরোধের এক পর্যায়ে হারিস আহমেদ গংদের জমিতে জোর পূর্বক ঘর উত্তোলন করে একই বাড়ির মনির হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী। ঘর উত্তোলনের ঘটনায় হারিস আহমেদ গংরা মামলা দায়ের করলে ওই মামলা মনির গংদের কয়েক জনকে পুলিশ আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। নিজেদের বিরুদ্ধে করা মামলা থেকে রক্ষা পেতে সম্প্রতি মনির গংদের লোকজন বিরোধী সম্পত্তিতে উত্তোলন করা গরুর ঘরে আগুন লাগিয়ে উল্টো হারিস আহমেদ গংদের ফাঁসাতে নাটকীয় ষড়যন্ত্র শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় হারিস আহমেদ গংরা নাটকীয় ষড়যন্ত্র থেকে রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।