রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন
আমতলী হাসপাতালে খাবার ও আইভি স্যালাইন সংকট দেখা দেওয়ায় ডায়রিয়া প্রতিরোধে এনএসএস শনিবার সকাল ১১ টায় ১হাজার খাবার ও ২শ’ আইভি স্যালাইন প্রদান করে।আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মুনয়েম সাদের হাতে স্যালাইন তুলে দেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন, এনএসএস এর জহিরুল ইসলাম, হাসানুল বাননা, আশুতোষ রায় সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।