রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন

বাবুগঞ্জে সরকারি চাল জব্দ আটক ১

বাবুগঞ্জে সরকারি চাল জব্দ আটক ১

বাবুগঞ্জে সরকারি চাল উদ্ধারের ঘটনায় মামলা
বাবুগঞ্জে সরকারি চাল উদ্ধারের ঘটনায় মামলা

বরিশালের বাবুগঞ্জে সরকারি চাল পাচারের অভিযোগে একজনকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুর বেলা বাবুগঞ্জের আঁড়িয়াল খা নদীর কুমারিকিট স্থানে ট্রলার ভর্তি সরকারি চাল দেখে স্থানীয় জনগণ টলারটি আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে ছত্তার মাঝি নামক একজনকে আটক করে। এসময় টলারটি থেকে পঞ্চাশ (৫০) মেট্রিকটন সরকারি চাল উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, স্থানীয়রা ট্রলারটি আটক করে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থল এসে একজনকে ৫০ মেট্রিকটন সরকারি চালসহ আটক করি। উদ্ধারকৃত চাল মেহেন্দিগঞ্জ থেকে মুলাদিতে যাচ্ছিলো বলেও নিশ্চিত করেছেন ওসি মিজানুর রহমান। তিনি আরো বলেন, আমরা আটকের পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে জানিয়েছি। তিনি আসার পরে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD