বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:১২ অপরাহ্ন

নলছিটিতে সন্ত্রাসীর হামলা মা ও ছেলের উপর

নলছিটিতে সন্ত্রাসীর হামলা মা ও ছেলের উপর

নলছিটিতে সন্ত্রাসীর হামলা মা ও ছেলের উপর
নলছিটিতে সন্ত্রাসীর হামলা মা ও ছেলের উপর

ঝালকাঠির নলছিটিতে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা হামলা চালিয়ে বৃদ্ধ মা ও ছেলেকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় হাওলাদার বাড়ির ভিতরে বসে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই থানার বীর নারায়ন গ্রামের বাসিন্দা আসমত আলী হাওলাদারের স্ত্রী মঞ্জু বেগম ও ছেলে শহিদ হাওলাদার। বর্তমানে তারা শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতর সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মৃত ওহাব আলি হাওলাদারের ছেলে লিটন হাওলাদার জোরপূর্বক ভাবে একটি রেন্ডি গাছ কেটে নিতে চায়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান ছিল। ঘটনার দিন সন্ত্রাসী লিটন তার দলবল নিয়ে রেন্ডি গাছ কাটতে গেলে মঞ্জু বেগম বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী লিটন শিকদার এর নেতৃত্বে আবুল, মিল্টন, মাসুম, রাতুল সহ অজ্ঞাত ৪/৫জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্জু বেগমের উপরে হামলা চালায়। মঞ্জু বেগমের ডাকচিৎকার শুনে ছেলে শহিদ তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত করে। পরে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে এ সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে নলছিটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতদের স্বজনরা গণমাধ্যমকর্মীদের আরও জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD