মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:২১ পূর্বাহ্ন

বিসিসির মাসব্যাপী মশা রোধের বিশেষ অভিযান

বিসিসির মাসব্যাপী মশা রোধের বিশেষ অভিযান

বিসিসির মাসব্যাপী মশা রোধের বিশেষ অভিযান
বিসিসির মাসব্যাপী মশা রোধের বিশেষ অভিযান

বরিশাল:

বরিশাল নগরে মশার বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর উদ্যোগে হাতে নেওয়া হয়েছে মাসব্যাপী বিশেষ অভিযান।  জানা গেছে, চলতি বছরে অন্যান্য স্থানের মতো বরিশালেও মশার উপদ্রব অনেকটাই বেশি। বিগত সময়ের মতো নিয়মিত মশক নিধন ও নগর পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করে আসছে বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা। তবে, তাতে কার্যত কয়েকটা দিন ভালো থাকা গেলেও মশার উপদ্রব থাকছেই।   এরই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মশক নিধন কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সম্প্রতি বেশ কিছু ফগার মেশিনের সংযোজন ঘটান। এরপর গত ২২ এপ্রিল বৃহষ্পতিবার থেকে বৃহৎ আকারে ওয়ার্ডভিত্তিক মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেটি মেয়রের সরাসরি তত্ত্বাবধানে ও পরিচ্ছন্নতা বিভাগের মশক নিধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একদল অভিজ্ঞ কর্মী ফগার মেশিনের সাহায্যে পরিচালনা করছেন। ফগিং এর পাশাপাশি তরল স্প্রেও করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৪ এপ্রিল পর্যন্ত তিন দিনে নগরের ৮, ৯, ১০ ও ১৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া লকডাউনের মাঝেই বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে এ সময়টাতে সব ওয়ার্ডে একযোগে চলছে রাস্তা, নর্দমা, ড্রেন ও স্লাশ পরিষ্কারের কাজ। তবে, সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মশার বংশ বিস্তার রোধে সিটি কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও নিজ থেকে এগিয়ে আসতে। প্রত্যেক নাগরিকের উচিত তার বাড়ি ও বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে জমে থাকা পানির স্থানগুলো পরিষ্কার রাখা উচিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD