শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরিশাল বিভাগে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ২১০ জন

বরিশাল বিভাগে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ২১০ জন

বরিশাল বিভাগে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ২১০ জন
বরিশাল বিভাগে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ২১০ জন

বরিশাল:

দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগে এখনো ডায়রিয়ার প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে এক হাজার ২১০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। রোববার (২৫ এপ্রিল) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের ডায়রিয়ার এমন সংক্রমণ ৯০ দশকের পর এবারই প্রথম অতিমারি আকার ধারণ করল। পরিত্রাণে বিশুদ্ধ পানি পান করার আহ্বান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২১০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এছাড়া এসময়ের মধ্যে পটুয়াখালীতে মারা গেছেন পাঁচ মাস বয়সী একটি শিশু। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সাড়ে তিন মাসের অধিক সময়ে বরিশাল বিভাগে মোট ৩৯ হাজার ১২৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪৮৫ জন। স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ভোলা। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার ৮৯৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী। এ জেলায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭২৭ জন। এছাড়া বরগুনায় ছয় হাজার ২১৩, বরিশালে পাঁচ হাজার ৩১২, পিরোজপুরে চার হাজার ৭১৯ ও ঝালকাঠিতে চার হাজার ২৫৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সাড়ে ৩ মাসের বেশি সময় ধরে বরিশাল বিভাগে যে পরিমাণ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত হয়েছে গেলো এক মাসে। এদিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের মজুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত বিভাগে এক হাজার সিসির ৪১ হাজার ৮৯৪ ও ৫০০ সিসির ২৭ হাজার ২৯৪ পিস স্যালাইন মজুত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD