রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
আজ ভোররাতে বরগুনা সদর থানা পুলিশ ১২০০ পিস ইয়াবা সহ লাকী (২৪) বয়সী এক যুবতীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পায়রা নদীর পাড় গোলবুনিয়া গ্রামের ছোনবুনিয়ায় ইয়াবার বড় একটি চালান ঢুকছে। সেহেরি খাওয়ার সময় এমন তথ্যের ভিত্তিতে বরগুনা সদর থানার অফিসার ইনচার্য কে এম তরিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম দ্রুত ছোনবুনিয়ায় উপস্থিত হন। টিমের নেতৃত্বে থেকে মাদক উদ্ধার অভিযানে অংশগ্রহণ ছিলেন সদর থানার ইন্সপেক্টর তদন্ত শহিদুল ইসলাম খান, উপ-পুলিশ পরিদর্শক ওবায়দুল ইসলাম উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোহেল খান ফোর্স সহ ছোনবুনিয়া গ্রামের লিটনের মেয়ে লাকি (২৪) কে বাড়ি থেকে গ্রেফতার করে। বরগুনা সদর থানার চৌকস উপ পুলিশ পরিদর্শক মোঃ সোহেল খান মাদক নিয়ন্ত্রণ আইনের ১০ এর ক ধারায় বাদী হয়ে মামলা দায়ের করেন।