শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
বরিশালে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকে পিষ্ট হয়ে মিজানুর রহমান নামে এক যুবক নিহত হয়েছে। বরিশাল-পটুয়াখালী সড়কের কাঠালতলা এলাকায় সোমবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর নগরীর আমতলার মোড় এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে এবং প্রমি এগোফুড লিমিটেডের সেলসম্যান ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার হাচান আলী। পুলিশ জানায়, কাজ শেষে দপদপিয়া এলাকা থেকে সাইকেল চালিয়ে আমতলার বাসায় ফিরছিলেন মিজান। এ সময়ে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা ঠিকাদারী প্রতিষ্ঠান এম. খান গ্রুপের একটি পাথরবোঝাই ট্রাক মিজানকে চাপা দেয়। বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই সবুর জানান, ‘ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছি। তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।