শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
বরগুনার বেতাগীতে করোনার প্রেক্ষাপটে হাঁটের দিন পৌর শহরের জনাকীর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া খোলা মাঠের কাঁচা বাজার লকডাউনের মধ্যে মডেল হয়ে উঠছে। এ বাজার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত খোলা রাখার নির্দেশনা রয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বেতাগী পৌর শহরের প্রধান বাজারটি ইতোমধ্যে সরিয়ে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে। সরকার ঘোষিত লকডাউনের শুরু থেকে প্রতি হাঁটের দিন পৌর শহরের মানুষ মিলিত হয় এ বিদ্যালয় মাঠে। সেখানে কাঁচাবাজার, মাছের বাজার স্থানান্তর করে বসানো হয়েছে। এর আগে মহামারী করোনার সংক্রমনরোধে প্রধানন্ত্রী শেখ হাসিনার পরামর্শের পর দেশের বাজারগুলো খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দেন সরকার। ভাইরাসের সংক্রমণরোধে গ্রামীণ কাঁচা বাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। জানা গেছে, উপজেলার অন্যতম বৃহৎ এই বাজার হওয়ায় স্থানীয়দের জন্য বাজারটি বেশ গুরুত্বপূর্ন। সীমান্তবর্তী বাকেরগঞ্জের নিয়ামতি, মির্জাগঞ্জের, আমড়াগাছিয়া ও কাঠালিয়ার শৌলজালিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন পৌর শহরের বাজারটিতে বাজার করে থাকেন। সরেজমিনে দেখা গেছে, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের খোলা জায়গায় তুলনামূলক হারে যতটুক সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানীরা যার যে পণ্য নিয়ে বসছে। সকাল থেকে পুরোদমে চলছে বেচাকেনা।এর মধ্যে ক্রেতারাও তুলনামূলক হারে নির্ধারিত দূরত্ব বজায় রেখে সবাই সেখান থেকে যার যার মত করে পণ্য কিনে নিয়ে চলে যাচ্ছে। প্রবেশদ্ধারে অনেকটা ভীড় পরিলক্ষিত হলেও মাঠের ভেতরে তেমন ভীড় নেই। কোথাও কোথাও সামাজিক দুরত্ব ভঙ্গ হলে সে বিষয়ে সাধারণ মানুরেষরও বিশেষভাবে দৃষ্টি রয়েছে। এ ছাড়াও উপজেলার আরো বিভিন্ন স্থানের হাট-বাজার জনাকীর্ণ স্থান থেকে মাঠে সরিয়ে নেয়া হবে বলে সিদ্ধান্ত রয়েছে বলে জানা যায়। এ বিষয় বেতাগী উপজেলা শুভ সংঘের সভাপতি সাইদুল ইসলাম মন্টু বলেন,’ করোনা বিস্তাররোধে সামাজিক দূূরত্বে বজায় রেখে হাট বাজারে বেচাকেনা করা দরকার। ‘