বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
ডেস্ক:
হাসপাতালের মর্গের বাইরে রাখা আছে অ্যাম্বুলেন্স। তাতে করোনায় মৃতদের দেহ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৎকারের জন্য। জায়গা নেই, তবু গাদাগাদি করে একটি অ্যাম্বুলেন্সেই তোলা হয়েছে ২২টি মরদেহ। ভয়াবহ এই চিত্র দেখা গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যটির বিড জেলার অম্বেজোগাইয়ে স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়া সরকারি মেডিকেল কলেজের ঘটনা এটি। স্থানীয় সূত্রে জানা গেছে , মরদেহ এভাবে তোলার সময় সেখানে উপস্থিত ছিল পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতদের স্বজনরা। তাদের অভিযোগ, তারা তাদের প্রিয়জনের মরদেহ এভাবে অ্যাম্বুলেন্সে তোলার ছবি তুলতে গেলে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। তারপর তা রেখে দেয় পুলিশ। পরে মরদেহগুলো সৎকার হওয়ার পরই মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। ঘটনা জানাজানি হওয়ার পর বিড জেলা প্রশাসক রবীন্দ্র জগতপ স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অম্বেজোগাইয়ের অতিরিক্ত জেলা প্রশাসককে এই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কারো দোষ থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ হাসপাতালের ডিন শিবাজি সুকরে বলেন, ‘মরদেহ সৎকারের জন্য নিতে মাত্র দু’টি অ্যাম্বুলেন্স রয়েছে। আর যখন মারা যায় তখন স্থানীয় প্রশাসনের হাতে মরদেহ তুলে দেওয়া অবধি আমাদের দায়িত্ব। তারা কীভাবে মরদেহ নিয়ে যাবে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই।’ উল্লেখ্য, দ্বিতীয় দফায় মহামারি করোনার প্রকোপে ভারত বিপর্যস্ত। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক স্থানে তো রোগী হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। অস্থায়ী শ্মশানে দিনরাত জ্বলছে চিতা। আর দেশটিতে সবচেয়ে বাজে অবস্থা মহারাষ্ট্রের।