বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৪৯ পূর্বাহ্ন

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাবার বিতরণ

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাবার বিতরণ

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাবার বিতরণ
বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাবার বিতরণ

করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেকে বরিশাল জেলা প্রশাসন এ জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজ ২৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী ১০০০ হাজার নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন দেওয়া হয়। পাশাপাশি ৬০ জন করোনায় ক্ষতিগ্রস্থ ফটো সাংবাদ কর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা তালুকদার মোঃ ইউনুস, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব কাজী মিরাজ মাহমুদ, এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, পর্যায়ক্রমে আরও অনেকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করবো। আপনারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন পাশাপাশি সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না। এসময় তিনি বরিশাল নিরাপদে ঘরে অবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD