বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক :

রাজধানী ঢাকার গুলশানে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিদেশগমনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ মঙ্গলবার আবেদন করেছে পুলিশ। সংশ্লিষ্ট আদালতের বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন বলেন, সায়েম সোবহানের দেশত্যাগে পুলিশের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, কারও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতের অনুমতির প্রয়োজন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসন কর্তৃপক্ষকেও সায়েম সোবহান যাতে দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। গতকাল সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশান-২-এর একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে মামলায় আসামি করা হয়। এ মামলায় পুলিশ সায়েম সোবহানকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।এ প্রসঙ্গে জানতে সায়েম সোবহানের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগে চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

তথ্যসূত্র : প্রথম আলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD