কলাপাড়া উপজেলার মহিপুর থানায় এক সাজাপ্রাপ্ত আসামি এবং ইয়াবাসহ পৃথক মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার রাতে ওসি তদন্ত মিজানুর রহমানের নেতৃত্বে মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের জুয়াড় আসর থেকে ইসমাইল(৩০) এবং সি আর মামলার আসামি জাহাঙ্গীর সিকদার(৪৫), রুবেল (২৫) এবং কালিয়াকৈর থানার মামলা নং-৪১ এর পলাতক আসামি সিহাব(২২)কে ধুলাসার থেকে আটক করা হয়। এছাড়াও ৩৪ ধারায় মনির হাওলাদার ও সাগর হাওলাদারকে মহিপুর বন্দর থেকে আটক করা হয়েছে।মহিপুর থানার ইউসুফপুর এলাকা থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি লিপটন(৪২) এবং একই দিন গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের অনন্তপাড়া এলাকা থেকে আবু সালেহ(২৫)কে ১৫০ পিস এবং মো.রুমান জোমাদ্দার(৩৭)কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আটক আবু সালেহর বিরুদ্ধে মহিপুর থানায় অপর একটি মাদক মামলা রয়েছে।

মহিপুরে ইয়াবাসহ পৃথক মামলায় গ্রেফতার – ৯
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, অত্র থানার বিভিন্ন এলাকা থেকে রাতভর অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান তাদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।