বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন

গৌরনদীতে জমি সংক্রান্ত  জেরে প্রতিপক্ষের উপর হামলা

গৌরনদীতে জমি সংক্রান্ত  জেরে প্রতিপক্ষের উপর হামলা

গৌরনদীতে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের উপর হামলা
গৌরনদীতে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের উপর হামলা

গৌরনদীতে জমি সংক্রান্ত   জেরে কুপিয়ে রক্তাক্ত যখম। অভিযোগ করে বিপাকে মান্নান ও তার পরিবারের লোকজন।
গৌরনদীতে জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা ও রক্তাক্ত যখমের ঘটনায়  থানায় অভিযোগ করে বিপাকে পরেছেন অভিযোগকারি মান্নান ও তার পরিবার লোকজন।   ঘটনাটি ঘটছে জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের দিনমজুর মান্নান খানের পুত্র মিন্টু  ও তার ছোট ভাইয়ের স্ত্রী মাহামুদার বেলায়।  এ ঘটনায় মিন্টু খানের পিতা মান্নান খান একই গ্রামের প্রতিপক্ষ গিয়াস উদ্দিন হাওলাদার ২৫ রফিক হাওলাদার ২৬ লোকমান হাওলাদার ৬২ রুনু বেগম ৫৫ লায়লা খাতুন ২৬ কে অভিযুক্ত করে ২৩ এপ্রিল ২০২১ইং গৌরনদী থানায় অভিযোগ  দায়ের করে, বিবাদীদের অব্যহত হুমকির মুখে ঘড় ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে এমনটি   জানিয়েছেন অভিযোগ কারি মান্নান। অভিযোগ কারি মান্নান আরো জানান বিবাদীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে তারি ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০২১ ইং শুক্রবার বিকেল ৩ টায় উপরো উল্লেখিত সন্ত্রাসিরা পূর্ব পরিকল্পিত ভাবে মিন্টু খান ও তার ভাইয়ের স্ত্রী মাহামুদাকে লাঠি শো-টা  ও ধারালো  অস্র দিয়ে কুপিয়ে  রক্তাক্ত যখম করে এতে মাটিতে লুটিয়ে পরে মাহামুদা ও মিন্টু।  স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। মাহামুদার অবস্থা গুরুতর দেখা দিলে কর্তব্যরত ডাক্তার শেরে-ই বাংলা  হাসপাতাল  বরিশালে প্রেরন করেন মাহামুদাকে। এ ব্যাপারে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই অমিতাব সরকারের সাথে মুঠোফোনে স্বাক্ষাত কালে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, উভই পক্ষর মধ্য থেকে অভিযোগ আসছে তবে তদন্ত সাপেক্ষে  পরবর্তি ব্যাবস্তা নেয়া হবে। অপরদিকে দিনমজুর  মান্নান খান অব্যহত হুমকির মুখ থেকে পরিত্রান পেতে সরকারের শুভদৃষ্টি কামনা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD