সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
মাহমুদ হাসান বরগুনা প্রতিনিধি :
বরগুনায় জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আইভি স্যালাইন প্রদান করেছেন। গত দেড় মাস যাবৎ বরগুনায় চলতে থাকা ডায়রিয়া মহামারী আকার ধারণ করায় প্রচুর পরিমাণে স্যালাইনের ঘাটতি থাকায় ডায়রিয়া রোগীদের চিকিৎসা প্রদানে হচ্ছিল। বিভিন্ন সংস্থার পাশাপাশি আজ বরগুনা জেলা প্রশাসক মুহাম্মদ হাবিবুর রহমানের নিকট ১১০০ সেলাইন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষ থেকে বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্বাস হোসেন মন্টু মোল্লা বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুমন চন্দ্র দেবনাথ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন হস্তান্তর করেন। দিনকে দিন বরগুনাতে ডায়রিয়া রোগীর উপচে পড়া ভিড় সামলাতে বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা ব্যাপক হিমশিম খেতে ছিল তেমনি আইভী সালাইন সহ খাবার স্যালাইনের মারাত্মক দেখা দেয় রোগীদের সেবা প্রদানের ব্যাপক বিড়ম্বনার শিকার হচ্ছিল। মাননীয় সংসদ সদস্যের এই সহায়তা বর্তমানের ডায়রিয়া পরিস্থিতি সামাল দিতে ব্যাপক সহায়ক হবে। আজও বরগুনাতে ১৪৬ জন ডায়রিয়ার রোগী বরগুনা জেলার হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ভর্তি আছে।