বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
মনপুরা :
ভোলার মনপুরায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রানসামগ্রী রাতের আঁধারে ঘরে ঘরে পৌঁছে দিলেন ইউএনও মোঃ শামীম মিঞা। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে একশত পঞ্চাশ পরিবারের ঘরে ঘরে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হাজিরহাট ও মনপুরা ইউনিয়নে একশত পরিবারের ঘরে গিয়ে ত্রানসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রানসামগ্রী মধ্যে ছিল, চাউল ২ কেজি, মশারী ডাল ১ কেজি, লবন ১ কেজি, সাবান ২ টি, মাক্স ২টি, পিয়াজ ১ কেজি ও আলু ২ কেজি। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কবির হাওলাদার।