ঝালকাঠি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ঝালকাঠির রাজনৈতিক অভিভাবক সাবেক সফল মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মুখপাত্র জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এবং যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান পরশ এর নির্দেশে ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক জিএস জাকিরের নেতৃত্বে ১লা মে শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগলপাশা গ্রামে এক কৃষকের ধান কর্তন করে দেন। এ সময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী অংশগ্রহন করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি বিভাগ কৃষকদের মাঝে সময়মতো বিনামুল্যে সার, বীজ ও প্রয়োজনীয় কুষি সরঞ্জাম দেওয়ায় সারাদেশে ধানের বাম্পার ফলন হয় কিন্তু পাকা ধান কাটার জন্য দিনমজুর শ্রমিক সংকট দেখা দেওয়ায় যুবলীগের এ মহৎ উদ্যোগ বলে জানান জেলা যুবলীগের আহবায়ক, সাবেক প্যানেল মেয়র পৌর কাউন্সিলর জিএস জাকির। এ দিকে ধান নিজ উঠানে বিনা পারিশ্রমে পাওয়ায় কৃষক সাইফুল তালুকদার যুবলীগের এ হেন কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।