বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন

থানাতেই গায়ে হলুদ মহিলা কনস্টেবলের

থানাতেই গায়ে হলুদ মহিলা কনস্টেবলের

থানাতেই গায়ে হলুদ মহিলা কনস্টেবলের
থানাতেই গায়ে হলুদ মহিলা কনস্টেবলের

ডেস্ক :

বিয়ে হওয়ার কথা ছিল গত বছরের মে মাসে। কিন্তু দেশব্যাপী লকডাউন থাকায় বিয়ে পিছিয়ে যায়। চলতি বছরের ৩০ এপ্রিল ফের বিয়ের তারিখ ঠিক করা হয়। কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভ আরও মারাত্মক। প্রথম সারিতে থেকে লড়াই করে চলেছেন পুলিসকর্মীরাও। গায়ে হলুদের অনুষ্ঠানে যথারীতি ছুটি না পেয়ে তাই থানাতেই গায়ে হলুদ সারলেন রাজস্থানের দুঙ্গারপুর কোটয়ালি থানার মহিলা কনস্টেবল আশা। লকডাউন চলায় থানার সহকর্মীরাই ঠিক করেন আশার গায়ে হলুদ সেখানেই হবে। পরিবারের লোক নয়, বিয়ের গান গেয়ে হলুদ ছুঁইয়ে গোটা রীতি পালন করেন তাঁরাই। থানার আইসি দিলীপ দান জানান, ‘যখন আমরা জানতে পারি যে আশা তাঁর গায়ে হলুদ পর্বের জন্য গ্রামে যেতে পারবে না তখন আমরাই ঠিক করি থানার ভিতরেই সেই অনুষ্ঠান করব কারণ শুভ সময় চলে যাওয়া ঠিক নয়। তিনি আরও জানান, ‘আমরা পরে আশাকে সারপ্রাইজ দিই। সন্ধেবেলায় তাঁর ছুটির বন্দোবস্ত করে দেওয়া হয়। সে তাঁর গ্রামে ফিরে যায়। আশার বাবা পেশায় চাষী ও মা ঘরের কাজ সামলান। আশার বিয়ের কার্ডেও কোভিড বিধি মানার কথা বল হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD