দীর্ঘ দুইমাস পর জাটকা নিধন ও সকল ধরনের ইলিশ সহ নদীতে মৎস আহরন শুরু হল। অবরোধের পর বরগুনা জেলার পাথরঘাটা বিএফডিসি তালতলী বরগুনা থেকে গভীর সমুদ্র, বিষখালি, পায়রা, বলেশ্বর নদীর মোহনায় ইলিশ ধরতে চলে গেছে শত শত মাছ ধরার ট্রলার। দীর্ঘদিন অভাব অনটন আর লকডাউনের কারণে কর্মহীন থাকা জেলে পল্লীতে হাসির ঝিলিক বইতে শুরু করছে। আশায় বুক বেধেছে কয়েক হাজার জেলে শ্রমিকের পরিবার আর এই সেক্টরের লক্ষ লক্ষ কোটি টাকা দাদন দেয়া মৎস্য ব্যবসায়ী মহাজন। ঘাট থেকে সদ্য ছেড়ে যাওয়া ট্রলারের দিকে অপলকে তাকিয়ে আছে গত মৌসুমে লোকসানের দেনা মিটিয়ে সাগরের বিশাল রাশি রাশি ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে রুপালী ইলিশ ধরা পড়বে তার জালে এই ভেবে দুই চোখে স্বপ্ন বুনে। এদিকে একাধিক মৎস ব্যবসায়ী ট্রলার মালিক এবং জানিয়েছেন নির্ভিগ্নে মাছ ধরে জলদস্যুর উৎপাত থেকে রেহাই পেয়ে বন্দরে ফিরে আসতে পারি সে ব্যাপারে প্রশাসনের কাছে দাবী নজরদারী ও টহল যেন শুরুতেই প্রদান করে মৎস সেক্টরে সকল রকমের সহযোগীতা প্রদান করে।