সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
পটুয়াখালী:
পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (০১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী এলাকার ছোটচত্রা গ্রামের বঙ্কিমচন্দ্রে ছেলে জয়ন্ত চন্দ্র (২২) ও অপূর্ব ভুইয়া একই এলাকার নেপাল ভূঁইয়ার ছেলে। পটুয়াখালী ট্রাফিক বিভাগের ইনেস্পেক্টর হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার সময় সংঘর্ষ হওয়া পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।