শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
চরফ্যাশন :
চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ও আসলামপুর দু‘ইউনিয়নে ২ কৃষক বজ্রপাতে মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শোভন বসাক মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার হাজারীগঞ্জ ৭নং ওয়ার্ডের কৃষক জমিতে ধান কাটার সময় শাহে আলম মাঝি(৩৭) ও আসলামপুর ৯নং ওয়ার্ডের আলাউদ্দিন (৫০) ধানের খেড়ের(কুটা)এর চাউলি দেয়া অবস্থায় বজ্রপাত পড়ে নিহত হয়েছে। চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া ও শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যু হয়েছে। তাদেরকে স্ব-স্ব পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।