মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত -১
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে বেপরোয়া গতির ট্রাক চাপায় সুফিয়া বেগম (৭৫) এক নারী নিহত হয়েছেন। সোমবার (৩ মে) দুপুরে মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা গ্রামের আবদুর রহমান হাওলাদারের স্ত্রী।  প্রত্যক্ষদর্শীরা জানায়, সুফিয়া বেগম বাড়ি থেকে শ্রীরামপুর গ্রামে মেয়ের বাসায় যাচ্ছিলেন। পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় বরিশালগামী বেপরোয়া গতির ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা এসে দুর্ঘটনাস্থল কলাগাছ দিয়ে বেড়িকেট দেওয়াসহ মরদেহটি কাপড় দিয়ে ঢেকে দেয়। ট্রাকটি নারীর মাথার ওপর দিয়ে চালিয়ে যাওয়ায় তার মুখমণ্ডল পুরোপুরি বিকৃত হয়ে গেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাকের চালক মো. জসিম ও চালকের সহকারী (হেলপার) মো. রাকিবকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাস্থল সংশ্লিষ্ট নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD